পরকাল এর সাথীর সাথে ভ্রমণ

জোহরা জাবিন

আমার জীবন এর শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে আমার স্বামী আল্লাহ থেকে, তাই ওনার সাতেই সেইন্ট মার্টিন এ উন্মুক্ত তাঁরাময় আকাঁশের নিচে কাটাতে চাই কিছু সুন্দর মুহূর্ত। আর সেটা যদি হয় এয়ার আস্ট্রা দিয়ে তাহলে পরিপূর্ন হবে আমাদের স্বপ্ন। কিছুদিন আগেই আমরা চট্টগ্রাম যাই তাদের সাথে, একদম যথাসময় এর ফ্লাইট আর অতুলনীয় সার্ভিস আমাদের মুগ্ধ করে তাই আরেকবার চাই ওই মুহূর্তগুলো উপভোগ করতে।

শেয়ার

Copyright © The Daily Star 2023