Sarmine Talukder
বিয়ের এই আট বছরে আমার হাসবেন্ডের সাথে গুটি কয়েক জায়গায় ভ্রমণের সুযোগ হয়েছে কিন্তু যখনই আমরা দুজন থেকে তিনজন হলাম দায়িত্বের ভার ও অর্থনৈতিক অবস্থার কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বিয়ের আগে থেকেই খুব ইচ্ছে ছিল কুয়াকাটা যাব কারণ অনেকের মুখে শুনেছি কুয়াকাটা থেকে নাকি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই খুব সুন্দর উপভোগ করা যায় এবং কুয়াকাটাকে নাকি সাগরকন্যা বলা হয়। তাই তখন থেকেই খুব ইচ্ছে ছিল প্রিয়জনের সাথে এই জায়গাটি উপভোগ করব। এখন আমরা তিনজন মানে আমার দুইজন প্রিয়জন আমার সাথে কিন্তু এখনো তো সেই সৌভাগ্য হয়নি কুয়াকাটা যাবার। তবে প্রতিনিয়তই নিজেকে বুঝাই জীবনের সবকিছু পেতে নেই কিংবা সবকিছু ভাগ্যে জোটে না। তাই কিছু ইচ্ছা হয়তো এভাবে স্বপ্নের মতোই রয়ে যাবে আর কল্পনায় বোনা সুন্দর মুহূর্তগুলো সবসময় মনে রয়ে যাবে। যদি এবার আমার কুয়াকাটা যাবার সুযোগ হয় তাহলে অবশ্যই আমি আমার স্বামী ও সাড়ে তিন বছরের ছেলে সহ যেতে চাই। আমি আমার হাজব্যান্ড দুপাশে মাঝখানে আমার ছেলে আমরা হাত ধরে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করছি আর সূর্যোদয় দেখছি খুব সুন্দর একটা স্বপ্ন মনে গেঁথে আছে। ে
Copyright © The Daily Star 2023