ভালবাসার উড়ান

আখি আক্তার

আমার জামাই এর সাথে। তালুকদার সাহেব❤️❤️❤️ আমার ভালোবাসার মানুষ টা, পরিচয় ২০১৯ সাল থেকে কিন্তু ২০২২ এ এসে বুঝলাম যে দুজন দুজনকে কতোটা ভালোবেসে ফেলেছি। আমি ওর থেকে দুবছরের বয়সে বড়ো,আর ক্লাসে ৪ বছরের। পরিচয় বিএনসিসি তে।আমার বিএসসি শেষ হবার সময়, আর ও মাত্র শুরু করলো।২০২২ এর ২৭ মে, ওর জন্মদিনের দিন আমাকে ও ভালবাসে কথাটা জানিয়েছিলো। আমার বাসায় অনেক আগে থেকেই বিয়ের চাপ, আর ও মাত্র যুবক বয়সে পা দিলো।ওর পরিবার এর অবস্থা আমার মতোই মধ্যবিত্ত। কিন্তু দু বাসার কেউ ই মানবে না সম্পর্ক টা। আমার বাসায় আব্বু কখোনোই মানবে না যে ছেলে আমার থেকে ছোট, এখন ও বেকার -স্টুডেন্ট। আর ওর বাসায় আমি কালো, বয়সে বড়ো। এগুলো ধারনা না, আমাদের পরিবার কে আমরা চিনি। আমার জামাই টা অনেক ভালো। আমি হয়তো জীবনে ভালো কিছু করেছিলাম যে ওকে পাইছি। আমাকে ভালবাসে, আমাকে হারাবে বলে ভেবেই কান্না করে। দু একজন বন্ধু ছাড়া কারো সাথে মিশে না। বলে আমিঈ নাকি তার বন্ধু, ৫ ওয়াক্ত নামায পরে, একজন ভালো বন্ধু, ভালো ছেলে, ভালো একটা মানুষ আর কি চাই? অর আব্বু আম্মুকে অনেক মানে ও এটাতেই আমক ভাবি আমাকে কতো ভালবাসবে আজীবন🥰🥰 টিউশনির টাকা জমিয়ে আম্মু কে দেয়।আরো কতো কিছু ভাবতেও ভালো লাগে ওর মতো কেউ আমার জীবনে আছে। ১-১-২০২৩ আমরা কাবিন ও রেজিস্টি বিয়ে করি।আলহামদুলিল্লাহ। কারন আমার হাত ধরলেও নাকি তার পাপ হবে। তাই সে সম্পর্ক টা হালাল করতে চায়।বিয়ের দিন আমার হাত ধরে চিল্লাইয়া বলছিলো আমার বউ। এই ধরাটা হালাল ভাবে।😭😭😭তখন ভেবেছিলাম ডিসিশন টা ওতটাও ভুল না। বাবা মা জানলে অনেক কস্ট পাবে।জানি কিন্তু আমি ওঁকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ও সময় সুযোগ আর একটা ছোট চাকরি পেলে বাসায় জানাবে। বিয়ের পর আমরা চিন্তা করি, নাটক দেখে সবাই হানিমুন এ যায়।আমরাও যাবো। ও সীতাকুণ্ড ছাড়া কোথাও যায় নি ঘূরার জন্য কোখনো,সেদিন বলছিলো কক্সবাজার যেতে চায়।ওর সপ্ন।আমি ভাবি কক্সবাজার যাবো একদিন আমার জামাই এর সাথে। আমি বিএনসিসি থেকে ফ্রি টুর পেয়েছিলাম, যুদ্ধ বিমান এ করে গিয়েছিলাম। ও সব শুনেছিলো আর বলেছিলো কখোনো সামর্থ হলে তোমাকে নিয়ে প্লেনে করে কক্স এ যাবো, সন্ধায় খালি পায়ে বালূতে হাটতে হাটতে সমুদ্র দেখবো। এসসব শুনে আমার ও ইচ্ছে কক্সবাজার যাওয়া। আমার ভালবাসার মানুষ টার সাথে। খুব শীগ্রই বাসায় যানাবো, তারপর টাকা যমাবো। ইইউটিউব এর কম খরচে ভালো হোটেল কক্সবাজার ভিডিও না দেখে। হয়তো একদিন ভালো বাসার মানুষের সাথে ঘুরতে পারবো আমার তালুকদার সাহেব এর সাথে। যদি এই গিভএওয়ে থেকে কিছু পেয়ে যাই, তাহলে সে বললে মিসেস তালুকদার তূমি পারো ও বটে। আমি কোনো ইনকাম করি না। যদি আমাদের টুর এ টিকেট দিয়ে একটু সাহায্য তাকে করতে পারি তাহলে তো অনেক ভালো হবে।

শেয়ার

Copyright © The Daily Star 2023