Nuran Durdany
প্রিয় স্থান সমুদ্র বলেই শহরমুখী জীবনে কিছুটা অবকাশ পেতে সমুদ্র আমাকে ভীষণ রকম টানে, আর তাই ভ্রমণ করতে চাই প্রিয় বন্ধু কিংবা বলা যায় জীবনের পালতোলা জাহাজের নাবিক কে সংগী করে নিয়ে ভালোবাসার উৎসবে; কক্সবাজার। হ্যাঁ নাবিকের সাথে এর আগে কখনো সমুদ্র দেখা হয়নি, ইচ্ছে পোষণ করেই আমাদের থেকে যাওয়া। তাই চাই কোন এক বসন্তের দিনে নদীর নামেই যে নাবিক জীবন-তরীর সংগী হয়েছে তাকে নিয়েই এইবারের ভ্রমণ হোক, নির্মল আনন্দের ও ভালোবাসাময়।
Copyright © The Daily Star 2023