Momby trip

Hasiba Hossain

ভ্যালেন্টাইন্স এর সন্ধ্যা আমি আর আমার মেয়ে সেন্ট মার্টিন এর বিচে বসে আছি একা।। আশেপাশে শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ।। শো শো করে হালকা ঠান্ডা বাতাস।। আমার গায়ের চাদরটা টেনে মেয়েটাকে বুকের সাথে একদম জড়িয়ে নেব যেন ঠান্ডা না লাগে।। আমি ওকে গল্প শোনাবো।। জীবনের সকল প্রাপ্তি অপ্রাপ্তির গল্প।। জীবনের সকল ভালোবাসার গল্প।। যদিও ও বুঝবে না কিছুই।। ফ্যালফ্যাল করে তাকিয়ে ভাববে, "মা বলছে টা কি?" আমি ওর নরম গালটা আলতো করে টেনে দেব।। সাগরের ঢেউয়ে দূরে জাহাজের আলো দেখা যাবে হালকা হালকা।। মেয়েটা আমার সেদিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে থাকবে।। আমি ওকে বোঝাবো ওইটা দূর দ্বীপে যাওয়ার জাহাজ।। যেই দ্বীপে শুধু শান্তি আর শান্তি।। মেয়েটা আমার অদ্ভুত সব শব্দে আমার কাছে বায়না করবে সেই শান্তির দ্বীপে যাওয়ার।। মেয়েটাকে তখন বুকের মাঝে টেনে নিয়ে জড়িয়ে রাখবো।। রাতের স্নিগ্ধ হাওয়ায় আকাশের তারা গুনতে গুনতে ঘুমিয়ে যাব সাগর তীরের বালুতে।।

শেয়ার

Copyright © The Daily Star 2023