জীবনের প্রথম সমুদ্র দেখা

SUMAIYA KAFI LIZA

আমি কখনো সমুদ্র দেখিনি। শুধু সমুদ্র কেনো, আমি ঢাকা টু জামালপুর ছাড়া কোথাও যাইনি। ছোটোবেলায় মা বলেছিলো-বিয়ের পর হাজবেন্ডের সাথে যেও। মায়ের সেই কথাকেই অকাট্য মেনে নিয়েছিলাম। জোকস অ্যাপার্ট, আসলে বিভিন্ন কারণেই যাওয়া হয়নি। বাসে ভ্রমণ করতে পারি না, এটাও অনেকগুলো কারণের মধ্যে একটি। আর...শুনেছি সমুদ্র একেকজনের সঙ্গে দেখতে একেকরকম অভিজ্ঞতা যোগায়। বাবা-মায়ের সঙ্গে একরকম। প্রিয় মানুষের সঙ্গে একরকম আবার একা আরেকরকম। আমি আসলে জানি না। কারণ এর কোনোটিরই সৌভাগ্য আমার হয়নি। শুধু আমি না, আমার মায়েরও হয়নি। আমাদের ভাইবোনদের ছাড়া শুধু বাবা-মা কোথাও বেড়াতে যাননি। সংসারের যাতাকলে আর আমাদের পেছনে সময় দিতে দিতে নিজেকে, নিজেদেরকে সময় দিতেই যেন ভুলে গেছেন। আমার কাছে বেস্ট কাপল অব দ্যা ওয়ার্ল্ড আমার বাবা-মা। যদি কখনো সুযোগ হয় আমি তাদেরকে নিজেদের মত করে সময় কাটাতে ভ্যালেন্টাইন ট্রিপে পাঠাতে চাই।

শেয়ার

Copyright © The Daily Star 2023