উম্মে মরিয়ম ইমু
আমি ইমু।সদ্য সংসারী একজন মেয়ে আমি।চোখে হাজারো রকমের স্বপ্ন নিয়ে স্বামী আর আমার ভালোবাসার সংসার।আমার স্বামী একজন স্বল্প বেতনের চাকুরীজীবি। তবে তার মনটা অনেক বড়।আমার ছোট্ট খুশিগুলোর গুরুত্ব তার কাছে আকাশ সমান। আমাদের ২ জনের অনেক অনেক ইচ্ছে একটা ছোট্ট সুন্দর ভ্রমণ।আর সেই ভ্রমণে জন্য আমার স্বপ্নের গন্তব্যস্থল "সাজেক ভ্যালী"। আমার স্বামী আমাকে খুব খুশি দেখতে চায় সবসময়।আমার ছোট ছোট খুশির খেয়াল রাখে সে।তাই তাকেও আমি মেঘপুন্জে ঢাকা একটি সুন্দর সকাল উপহার দিতে চায়।যে সকাল আমার আর তার স্বপ্ন। একটি কুয়াশাচ্ছন্ন সকাল, চারিদিকে পাহাড়ের মাধুর্যময় রুপ,দোলনায় বসে স্বপ্নের পাহাড়ের দিকে তাকিয়ে ভালোবাসার মানুষের হাতে হাত রাখা এর চাইতে মধুমাখা দিন আর হতে পারে কি জানা নেই। বেঁচে থাকুক ভালোবাসা🌼
Copyright © The Daily Star 2023