একটা বিকেলের জন্য অপেক্ষা

Asiya Afreen Chowdhury

শিক্ষার্থী জীবনে একবার সেন্টমার্টিন গিয়েছিলাম। সেন্টমার্টিনের বালিতে পা দিয়েই ভালোলাগা অনুভত হলো। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না। ট্যুর কনভেনার হওয়ায় দায়িত্বের ভারে ভালোলাগাকে একপাশের রেখেই রুম বন্টন আর অভিযোগ শোনার কাজে লেগে গেলাম। বিকালের দিকে যখন একটু সময় পেলাম তখন দেখি আমাদের ক্লাসের এক জোড়া কপোত কপোতী সমুদ্রের পাশ ধরে হাঁটছে। এই যে আমি লিখছি , এখনো তারা আমার চোখের সামনে উঠছে। তখন থেকেই মনে মনে চিন্তা করে রেখেছি একটা বিকেল হবে একান্তই আমার আর আমাদের। জীবন সঙ্গীকে সাথে নিয়ে সমুদ্রের পাশে একটা বিকেল।

শেয়ার

Copyright © The Daily Star 2023