Mahmuda Shathy
"কার সাথে ও কেমন হবে আপনার স্বপ্নের ভ্রমণ"- কথাটি শুনলেই প্রথমে মনে হয় জীবনসঙ্গীর কথা। যার কাঁধে মাথা রেখে ঝলমলে জ্যোসনারাতে কিনারাহীন সমুদ্রের দিকে তাকিয়ে থাকা যায়। আর জীবনের সমস্ত ক্লান্তি দূর করে একদম একান্ত নিজেদের কিছু সময় পাওয়া যায়। চুপচাপ কিছু মুহূর্ত, কোন কথা নেই মুখে,শুধু চুপচাপ বসে থাকা। এসমস্ত মূহুর্ত উপভোগের সুযোগ এখনো হয় নি। রংপুর থেকে কক্সবাজার অনেক অনেক দূরে। বাস জার্নি সহ্য হয় না এটাও একটা কারণ। তবে কখনো কক্সবাজার ভ্রমণের সুযোগ হলে বিশাল সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের দিকে তাকিয়ে নিজেকে সময় দিবো। যে সময়টা শুধুই আমার। একদম আমার।
Copyright © The Daily Star 2023