Auhidul Islam
বিয়ের বয়স ২ মাস ছুইছুই। দুজনেই থাকি দুই শহরে। সে বরিশালে আমি ঢাকায়৷ দুজনই শিক্ষার্থী। ৮ বছরের প্রেমের সম্পর্ককে বিয়েতে রুপান্তর করেছি। কম কাঠখড় পোড়াতে হয় নি। সে সকালে বরিশাল থেকে রওনা দিয়ে এসেছে।আমি তার জন্য অপেক্ষা করব৷ তাকে নিয়ে চলে যাব এয়ারপোর্টে এরপর এয়ার অ্যাস্ট্রায় করে কক্সবাজার। কক্সবাজার আবার তার প্রিয়। দুজনে পৃথিবীর দীর্ঘতম সৈকতে ছবি তুলে তা আপলোড করবো। গোধূলিবেলার সূর্যাস্ত শেষে সমুদ্রের কলতানে দুজনে মুগ্ধ হবো। পূর্ণিমার আলোতে তার হাসোজ্জল মুখে আমার প্রতি ভালবাসা আমাকেও বিমোহিত করবে।
Copyright © The Daily Star 2023