আদরের বউ এর সাথে হানিমুন

সাখাওয়াত হোসেন

আমার আদরের বউ এর সাথে বউ হল এমন একটি মানুষের নাম যেই মানুষকে আপনারা আজীবনের জন্য এবং আমৃত্যু পর্যন্ত পাশে পাবেন। বউ কে নিয়ে ঘুরতে কার না ভালো লাগে, সবাই চাই তার বউকে সময় দিতে কিন্তু এই যান্ত্রিক জীবনে আমরা ছেলেরা এতটাই যান্ত্রিক হয়ে পরেছি যে বউ কে নিয়ে একটু ঘুরতে বের হবো তার সময় হয়ে উঠে না। তবে the Daily star & air astra আপনার যে এমন একটা প্রোগ্রামের ব্যবস্তা করেছেন যদি সুযোগ হয়, তবে পুরটা সময় বউকে নিয়ে আমাদের সপ্নের ঠিকানা কক্সবাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াব, যেমনটা বেড়েইছিলাম আমাদের প্রথম হানিমুনে। একসাথে ঘুরবো, সাগরের পাসে চেয়ার বসে সমুদ্রের ঢেউ দেখবো, একসাথে বসে হরেক ধরনের সাগরের মাছ দেয়ে খাওয়া দাওয়া করবো। একসাথে সমুদ্রের পানিতে ছোট বাচ্চাদের মত লাফালাফি করবো, একসাথে গোসল করবো। রাতে ঘুমানোর আগে যখন সাগরের পাসে বসে উত্তাল সাগরের গরজন শুনবো আর আকাশের তারা ও চাঁদ দেখবো, তখনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এবং আপনাদেরই শুকরিয়া আদায় করবো। ধন্যবাদ

শেয়ার

Copyright © The Daily Star 2023