আমার বাবার প্রথম সমুদ্র ছোঁয়া

মোঃ রাকিব উদ্দিন

আমার সবচেয়ে ভালোবাসার মানুষ,আমার বাবা। যদি সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দেন,আমার বাবাকে নিয়ে সমুদ্র দর্শনের ভ্রমণে যাবো। তিনি ভ্রমণরসিক মানুষ, ছুটি পেলেই এদিক সেদিক ঘুরে বেড়ান কিন্তু তাও অল্প দূরত্বের ভেতর। কারন একটাই, ঐযে পরিবার-সন্তানদের দায়িত্ব । এসব করতে করতে তার আর সমুদ্রের নীল পানি ছোঁয়া হয়ে উঠেনি। তাই একটা ছোট আশা রেখেছি,আগামী শীতের ছুটিতে বাবাকে নিয়ে কক্সবাজারে যাবো,সাথে অবশ্য মাকেও নিব। আমার অনেক শখ, তাদের দুজনকে একসাথে আমি হাত ধরে নিয়ে যাবো সমুদ্রে। তারা যখন অবুঝ শিশুর মতো সমুদ্রের ব্যাপকতা নিয়ে প্রশ্ন করবেন, আমি অনর্গল সব বলে যাবো, শেষে তাদের নিয়ে সমুদ্রের ঢেউ খেলাতে নামব। তাদের শৈশবের সেই চঞ্চলতা কিছুটা হয়তো দেখা হবে আমার, যেই দৃশ্যটা জীবনে দেখার শখ ছিল অনেক। সমুদ্রে ঝাঁপাঝাঁপি শেষে তাদের নিয়ে খুব সুন্দর একটা পরিবেশে বসে দুপুরের খাবার খেতে বসব, তারা কখনোই বাসার বাইরে খেতে চাননা। তাদের না খাওয়ার কারন আমি জানি, সন্তানদের টাকা অপচয়। কিন্তু এই ভ্রমণে আমি তাদের কোনো না শুনবো না, তাদের ছোট ছোট সব আনন্দ দেয়ার চেষ্টা করে এই ভ্রমণটাকে স্মরনীয় করে রাখবো। ঘুরে ঘুরে সব দেখাব-পাহাড়, সমুদ্রের মিতালী, মাছের জগৎ, দীর্ঘতম সৈকত। এটাই আপাতত চাওয়া,এটাই স্বপ্নের ভ্রমণ হবে। ্্ ্

শেয়ার

Copyright © The Daily Star 2023