মোঃ নাইম হোসেন খান
বিরামহীন সপ্তাহে ৭ দিন কাজ করে যাওয়া মমতাময়ীকে নিয়ে ঘুরে আসবো ৯৬ মাইলের প্রাকৃতিক বালুকাময় পৃথিবীর দীর্ঘতম একটানা সমুদ্র সৈকত। সেন্ট মার্টিনে পদচিহ্ন আকবে গর্ভধারিণী, নিশ্বাস নিবে হিমছড়ির ঠান্ডা বাতাসে, মন চাইলে প্যারাসিলিং করে উড়ে যাবে আকাশে। খুধা মিটাবে সমুদ্রের তাজা খাবার তারপর বিকেলে ছুটে চলা দীর্ঘতম মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার। বাড়ি ফিরবো মেঘের দেশে ভেসে এয়ারঅ্যাস্ট্রার সাথে।
Copyright © The Daily Star 2023