চলো হারায়ে যাই

Md Arif Hasan

আমার প্রিয়তমা স্ত্রী কে নিয়ে হারিয়ে যেতে চাই শ্রিমংলে। আমাদের বিয়ে হয়েছে মাস খানেক। যদিও আমি তাকে নিয়ে অনেক যায়গায় ঘুরতে চাই সময় ও আর্থিক অবস্থার কারনে হয়ে উঠা কঠিন। কিন্তু আমি তার সাথে যেখানে থাকবো যে ভাবে থাকবো সব কিছুই হবে সপ্ন মত। এই ট্রিপটা যদি হয় তা হলে হবে আমার আর ওর ২য় ট্রিপ বা ২য় হানিমুন সো এর থেকে ভালো কিছু হতে পারে না।

শেয়ার

Copyright © The Daily Star 2023