পাহাড়ে আলস্য বিলাস

Fouzia Kongkon Chowdhury

আমার খালাতো বোন, সমবয়সী, সমমনা, খুব ভাব আমাদের মাঝে। প্রিয় বন্ধু এবং সর্বোত্তম ভ্রমণসঙ্গীও বটে। এর আগে একসাথে সমুদ্র দেখতে গিয়েছিলাম। দুবোনের স্বপ্নের ভ্রমণ ছিল সেটা। এরপর পরিকল্পনা ছিল পাহাড় দেখতে যাওয়ার। বান্দরবান আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা। এবার গেলে ৪-৫ দিন সময় হাতে নিয়ে যাবো। প্রথম দেড়দিন শহরটা ঘুরে দেখবো, শহরের মানুষগুলোকে জানবো। এরপর চলে যাবো শহর থেকে দূরে৷ শুনেছি ওখানে আদিবাসীদের বাড়ির আদলে তৈরী কিছু কটেজ আছে। সেরকমই একটাতে থাকার ইচ্ছা। সারাদিন আশেপাশে ঘুরবো, পাহাড়ি খাবার খাবো, আর রাতে উপভোগ করবো নির্ভেজাল নির্জনতা। আমি টুকটাক বাঁশি বাজাতে পারি, আর আমার বোন ভায়োলিন। হয়তো বেসুরো একটা ডুয়েটও হয়ে যাবে একদিন, পাহাড়ের অধিবাসীদের ভয় পাইয়ে দেওয়ার জন্যে।

শেয়ার

Copyright © The Daily Star 2023