টানাটানির জীবনে কিছু মূহুর্ত ভ্রমণে।

Juwel Chowdhury

১৮৮০০ টাকার বেতনের সরকারি চাকুরী করি। ইচ্ছে থাকলেও কখনো বাবা মা বউ আর ১৫ মাস বয়সী বাচ্চাটাকে নিয়ে একটু ভ্রমণে যাওয়া হয় নি। সরকারি চাকুরী করি মানুষ ভাবে ওর বুঝি অনেক টাকা। অথচ বউটাকে আজ পর্যন্ত ভ্রমণে নিয়ে যাওয়া দূরে থাক একটা শাড়ি পর্যম্ত উপহার দিতে পারি নি। অন্য অনেকেই হলে এতোদিনে পালিয়ে যেতো সংসার ছেড়ে। শুধুমাত্র আমার সততাকে ভালোবেসে পড়ে আছে সংসারে। কক্সবাজারে ইদানীং আর ৮০০-১০০০ টাকা দামের রুম নাই, বাস ভাড়া আমাদের চট্টগ্রাম থেকে ৩৫০ টাকা করে। আমার বাবা মা আর বউ ৩ জনেই ভীষণ সমুদ্র ভালোবাসে। অথচ কখনো যাওয়া হয় নি সবাই মিলে। ইচ্ছে ছিল কক্সবাজার গিয়ে সমুদ্রের পাড়ে বসে পরিবারের সবাই মিলে সমুদ্র দর্শন করবো, দুপুরে ডাল ভর্তার প্ল্যাটার নিয়ে খাবো, বাবুটাকে ফিশ ওয়ার্ল্ডে নিয়ে যাবো। আহারে!! জানি না আদৌ কখনো জীবনে এমন স্বপ্ন পূরণ হবে কিনা।

শেয়ার

Copyright © The Daily Star 2023