ডালিয়া সৈকত
আমার মা, একজন প্রকৃত জীবন যোদ্ধা।খুব ছোট বেলা-ই বাবাকে হারিয়েছি,মা একা হাতে সংসারের হাল ধরেছে এবং আমরা চার ভাই-বোন কে মানুষ করছে।প্রতিনিয়ত দেখছি কত প্রতিকূলতার সাথে লড়াই করতে হচ্ছে মাকে,এক দন্ড জিরিয়ে নেওয়ার উপায় টুকুও নেই।জানেন আমার মা হাসতে ভুলে গেছে আমাদের হাসাবে বলে।চাইলেই নতুন করে জীবন শুরু করতে পারতো আমার মা কিন্তু সেই আমাদের পিছুটানেই তআটকে রইল,আগলে রাখবে বলে তার আচলে। মাঝে মাঝে মাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে,শুধু একটু শান্তি দিব বলে।কিন্তু আমার স্বপ্ন সেই অধরাই রয়ে গেল। মা তোমায় অনেক ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসি।
Copyright © The Daily Star 2023