কামরুল হাছান
আমি ভ্রমণপ্রিয় মানুষ। সময় পাই না তাই ভ্রমণে যেতে পারি না। তবে মনটা পরে থাকে বিভিন্ন আকর্ষণীয় জায়গার। বিশেষ করে সেন্ট মার্টিন। নামটার মধ্যেই বিদেশী বিদেশী একটা ভাব আছে। ছোট বেলায় সেন্ট মার্টিনের কথা শুনলেই মনে হত এটা আমাদের কোন দেশ না। এটা হচ্ছে আমেরিকার উন্নত কোন পর্যটন খাত। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারি এটা আমেরিকার কোন এলাকা না। এটা বাংলাদেশেরই কোন এলাকা। বিভিন্ন ভিডিও বা ছবিতে যখন সেন্ট মার্টিনের ছবি বা ভিডিও দেখি সত্যিই তখন মনেই হয় না এটা আমাদের দেশের কোন এলাকা। যে কোন ভ্রমণই একা একা ভাল লাগে না। সঙ্গীর দরকার হয়। সঙ্গীবিহীন ভ্রমণ ডাল ছাড়া তরবারির মত। সঙ্গী হিসেবে আমি জান্নাতুল ফেরদৌসকে নির্বাচন করব। ও আমার অনেক কাছের একটা বন্ধু। ওর সাথে আমি সব কিছু শেয়ার করি। ও আমার সাথে ওর সবকিছু শেয়ার করে। মনের কল্পনায় আঁকা জীবনের প্রতিচ্ছবি যদি শেয়ার করা না যায় তাহলে এট চেয়ে দুঃখ জনক ঘটনা গঠতেই পারে না। জান্নাতুল ফেরদৌস আমার এমটা একটা বন্ধু যে পাশে থাকলে আমার মনেই হয় না আমি একা আছি। ও কোন কথা না বললেও ওর সাথে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাঁটিয়ে দিতে পারি। আমার ব্যস্ততার জন্য আমি কোথায় ও যেতে পারি না। কিন্তু মনটা পরে থাকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। প্রায়ই মনে হয় যদি সেন্ট মার্টিনে একদিনের জন্য যেতে পারতাম। নিশ্বাস নিতে পারতাম। বলতে পারতাম, এসেছি তোমার কুলে এসেছি। তুমি আমাকে গ্রহণ কর। রাতে দুই জনে বসে আকাশের তাঁরা দেখব। সারা রাত নৌকার মধ্যে বসে থেকে জলের নিত্য দেখব।
Copyright © The Daily Star 2023